জহির সিকদারঃ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে নির্বাচনী এলাকার ১৭ জনকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সদস্য মো: কবির আহমেদ ভূঁইয়া এ অভিযোগ তোলেন। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

কবির ভূঁইয়া আরো অভিযোগ করে বলেন, ‘আইনমন্ত্রী তার আমলে আমাদের নেতাকর্মীদের জেল খাটিয়েছেন। তাদের উপর জুলুম-অত্যাচার করেছেন। পুলিশ বাহিনী ও সাঙ্গপাঙ্গ দিয়ে সম্মেলন বানচাল করিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে তিনি আমাদের এলাকার সন্তান।’ তিনি আরো বলেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন। তার দোসররা এখন বিএনপিতে আসতে চায়। আমরা তাদেরকে নেব না। যে নিয়ে আসতে চাইবে, তাকেও ক্ষমা করব না। সম্মেলনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: ফখরুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, শরীফুল ইসলাম স্বপন, ইকলিল আজম, আসাদুজ্জামান শাহীন, কামাল উদ্দিন, শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, শামীমা বাছির স্মৃতি প্রমুখ।

প্রধান অতিথি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘ওই আইনমন্ত্রী ছিলেন বেআইনি মন্ত্রী। কারণ, ওনার সরকারই ছিল অবৈধ সরকার। তাই উনাকে নিয়ে আমার কিছু বলার নেই।’ তিনি বলেন, ‘এই সরকারের রাজনৈতিক দল নেই। তাই আমরা তারেক রহমানের নির্দেশে সরকারকে সহযোগিতা করছি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। কারণ, পরিবেশ আছে। আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আমরা আপনাদের সহযোগিতা করছি।’

কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দাবি করেছেন, ‘সাবেক আইনমন্ত্রী দেশটাকে কলঙ্কিত করেছেন। তিনি রায় লিখে দিতেন, বিচারক রায় পড়তেন। কসবায় এসে তার লোকজনের হামলায় শিকার হয়েছি। এখন তারা যেন কোনোভাবেই আমাদের দলে ভিড়তে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে