জহির সিকদারঃ আশুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রম ব্যবস্থাপনা ও বিতরন ব্যবস্থাপনার পরিচালন ও সংরক্ষন সিষ্টেম লস কমানো এবং রাজস্ব আয় বৃদ্বিসহ সার্বিক বিষয়ে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সফরের অংশ হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিক্রয় ও বিতরন বিভাগ আশুগঞ্জের কর্মচারীবৃন্দের আয়োজনে আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নিজস্ব ভবনের খোলা মাঠে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আছাদউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ মজিবুর রহমান,বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ-শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয়তাবাদী শ্রমিকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ হেবজুল বারী,সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা,আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজ্বি মোঃ শাহজাহান সিরাজ, আশুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক(এনাম),আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমেদ জয় ছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন শিল্প প্রকিষ্ঠানের নানাবিধ সমস্যা ও রাজস্ব আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যাতে করে দেশের রাজস্ব আয় বৃদ্বি পায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রম ব্যবস্থাপনা ও বিতরন ব্যবস্থাপনার পরিচালন ও সংরক্ষন সিষ্টেম লস কমানো এবং রাজস্ব আয় বৃদ্বিসহ সার্বিক বিষয় নিয়েও বিষদভাবে আলোচনা করেন।

এসময় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন স্তরের লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন  বিশিষ্ট ষ্রমিক নেতা মোঃ মারুফুর  রহমান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে