মোকাম্মেল মিশুঃ ভোলার বোরহানউদ্দিনে জরায়ুমুখের ক্যান্সাররোধে এইচপিভি টিকা নিয়ে ৬২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের সকলেই বোরহানউদ্দিন উপজেলাধীন পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অসুস্থদের মধ্যে পাঁচজনকে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলার সিভিল সার্জন ডাক্তার মুনিরুল ইসলাম জানান, ওই স্কুলে ১ শত ৬২ জন টিকা নিচ্ছিলো । এরমধ্যে একজন সামান্য অসুস্থ হয়ে পড়লে বাকীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটিকে তিনি গন-মনস্তাত্ত্বিক রোগ বলে অভিহিত করেন। তিনি বলেন, টিকা প্রার্থীদের মধ্যে ৬ জন ভ্যাকসিন না নিয়েও অসুস্থ হন। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান জানান, এটনায় বোরহানউদ্দিন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: শেখ রুস্তম আলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ও পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে চিকিৎসার পাশা- পাশি আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.নাহিদ সুলতানা জানান, তাদের পরীক্ষা নিরীক্ষা করে কোন সমস্যা পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা বা বিশ্রাম শেষে তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবেন।
ভোলা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























