তুহিন হোসেনঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পাবনা র্যাব-১২ ।
পাবনা র্যাব-১২ এর আভিযানিক দল সোমবার (০৭ অক্টোবর) রাতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মোঃ আখলাকুর রহমান রিপন (৫৫)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আখলাকুর রহমান রিপন ঈশ্বরদী থানার আরামবাড়িয়ার মৃত আজিজুর রহমানের ছেলে।গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন, খন্দকার গোলাম মোর্ত্তূজা, অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা ।
পাবনা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ