শহিদুল ইসলাম দইচ যশোরঃ যশোরে মানবতাবিরোধী ফাসির দণ্ডপ্রাপ্ত  পলাতক আসামি রাজাকার ফশিয়ার (৭০) আটকে করেছে র্্যাব। ২৫ জুলাই রাতে যশোরের র্্যাব -৬ ও নাটোরের র্্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে  নাটোর জেলার লালপুর থানার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করেন। আটক ফশিয়ার রহমান যশোর জেলার  বাঘারপাড়া উপজেলার ছোট ক্ষুদ্রা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

যশোর র্্যবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফশিয়ার রহমান যশোর জেলা  প্রশাসকের তালিকাভুক্ত  ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের   মানবতা বিরোধী  রাজাকার । ওই রাজাকারের বিরুদ্ধে  ২০১৬ সালে ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ হুশিয়ার রহমান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।  মামলাটিতে আমজাদ মোল্লা বাদে সবাই পলাতক ছিল। বিজ্ঞ আদালত ওই মামলায় মানবতাবিরোধী রাজাকার হুশিয়ার রহমান কে মৃত্যু দন্ডের আদেশ দেন।

এরপর থেকে  হুশিয়ার বিভিন্ন সময়  ঝিনাইদাহ, রাজশাহী ও নাটোর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। র্্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  তাকে নাটর থেকে আটক করেন। রাজাকার ফশিয়ারকে  বাঘারপাড়া থানায় সোপার্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে