যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় অতর্কিত গুলি বর্ষণে দুইজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে মারা যাওয়ার আগে হামলাকারী এক স্টেট ট্রুপারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস বলেছেন, রবিবার (১৩ জুলাই) লেক্সিংটনের গির্জাটিতে অতর্কিত ওই হামলায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া, আরও দুই জন পুরুষ আহত হয়েছেন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে এগারোটার দিকে ব্লু গ্রাস এয়ারপোর্টের কাছে গাড়ি থামায় হামলাকারী। সেখানে এক স্টেট ট্রুপারের ওপর হামলা চালায় ওই ব্যক্তি। তবে তিনি এখন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কামুক্ত।

হামলাকারীর বিষয়ে কোনও তথ্য দেয়নি পুলিশ। হত্যার কারণ স্পষ্ট না বললেও, গির্জায় উপস্থিত কয়েকজনের সঙ্গে তার পূর্বপরিচয় থাকতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে