ইরাকে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার ইরাকের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই অনুরোধ জানানো হয়।
দূতাবাস প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানকারী সকল বাংলাদেশিকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা যেন যে কোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে পারে সেজন্য হটলাইন নম্বরও চালু করা হয়। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়। হটলাইন নম্বরগুলো হলো ০৭৮২৭৮৮৩৬৮০, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৭২৯০০৪০১০।