জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। মাদরাসার ছাত্র সেজে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটক করা  হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে। আটক ওই তিনজন একেক সময় একেক পরিচয় দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদ্রাসা ছাত্র সেজে তিনজন দেবগ্রামের বিভিন্ন বাড়িতে যায়। তারা মাজহারুল হক মাদ্রাসার জন্য সাহায্য তুলতে থাকে। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদের কাছে মাদ্রাসার নামে ছাপানো রশিদ চায়। তাদের কাছে থাকা রশিদ দেখে সন্দেহ আরো প্রবণ হয়। পরে তাদেরকে আটক করে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়।

জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার শিক্ষক সুহাইল আহমেদ ধরমন্ডলী জানান, গত এক বছর ধরেই জেলার বিভিন্নস্থানে মাদ্রাসার নামে চাঁদা উঠানো হচ্ছিল। কিন্তু কে বা কারা সেটা করছে তা বুঝা যাচ্ছিল না। গত তিনদিন আগে এক ব্যক্তি মাদ্রাসার জন্য কোরআন শরীফ নিয়ে এলে সন্দেহ প্রকট হয়।ওই ব্যক্তি তখন জানান, একাধিক মাদরাসা ছাত্র গিয়ে তার কাছে কোরআন শরীফ কেনার জন্য টাকা চায়। কিন্তু হাতে টাকা না থাকায় তখন দিতে পারেননি বলে এখন কোরআন শরীফ নিয়ে এসেছেন।

সুহাইল আহমেদ আরো জানান, সোমবার মাদ্রাসা সংলগ্ন এলাকাতেই তারা সাহায্য তুলতে থাকে। অনেকের কাছ থেকে টাকাও নেয়। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বলে জানিয়েছে। একটি ফোন নম্বর দিলে সেটিতে যোগাযোগের পর আটকের বিষয়টি বুঝতে পেরে লাইন কেটে বন্ধ করে দেন। বিষয়টি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে