আব্দুল্লাহ আল মামুন,সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।। সিরাজগঞ্জে ০৪নং শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ০১ টি আগ্নেয়াস্ত্র (বিদেশী পিস্তল) ও ০১ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) রাত্রী ৯.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই/খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ থানাধীন ০৪নং শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল আমতলা বাজার এলাকায় মাদক ও অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বায়েজিদ আহম্মেদ (১৯), এর নিকট হতে ০১ টি আগ্নেয় অস্ত্র (বিদেশী পিস্তল) ও ০১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জানা যায়, আসামী মোঃ বায়েজিদ আহম্মেদ সিরাজগঞ্জ সদর থানার একডালা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে ।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই/খোকন চন্দ্র সরকারের সাথে কথা বলে জানা যায়,আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














