আব্দুল্লাহ আল মামুন,সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।। সিরাজগঞ্জে ০৪নং শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ০১ টি আগ্নেয়াস্ত্র (বি‌দেশী পিস্তল) ও ০১ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত্রী ৯.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই/খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ থানাধীন ০৪নং শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল আমতলা বাজার এলাকায় মাদক ও অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বায়েজিদ আহম্মেদ (১৯), এর নিকট হতে ০১ টি আগ্নেয় অস্ত্র (বি‌দেশী পিস্তল) ও ০১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জানা যায়, আসামী মোঃ বায়েজিদ আহম্মেদ সিরাজগঞ্জ সদর থানার একডালা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে ।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই/খোকন চন্দ্র সরকারের সাথে কথা বলে জানা যায়,আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে