নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বিকেলে কাঠমান্ডুর টিচিং হাসপাতালে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। পরিচয় নিশ্চিত হওয়াদের মরদেহ দুএক দিনের মধ্যেই দেশে পাঠানো হচ্ছে।
নিহত বাকী ১২ বাংলাদেশির পরিচয় আগামীকাল রোববার শনাক্ত করা হবে। এরপরও যাদের পরিচয় শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান, সোহেল মাহমুদ। পরিচয় নিশ্চিত হওয়া বাংলাদেশিরা হলেন, জামান, তাহিরা তানভীন, মিনহাজ বিন নাসির, রকিবুল হাসান, মতিউর রহমান, রফিকুজ্জামান, আক্তারা বেগম, হাসান ইমান, তামারা প্রিয়ন্ময়ী, মাহমুদুর রহমান, বিলকিস আরা, পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ।
এছাড়া ১০ নেপালি ও ১ চীনা নাগরিকের পরিচয়ও শনাক্ত হয়েছে। এনিয়ে ৪৯ যাত্রীর মধ্যে এ পর্যন্ত ২৫ জনের মরদেহ শনাক্ত করা হলো।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ