উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারিভাবে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৬ জনের মরদেহ শনাক্তের বাকি। তবে এ ঘটনায় লাশের সংখ্যা গোপন বা মরদেহ ‘গুম’ করা হয়েছে—এমন বিভিন্ন দাবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লাশ গুমের এই অভিযোগ কারা করছেন, এর ভিত্তিই বা কী?

ঘটনাস্থলে থাকা কয়েকজন এসব দাবি করছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কালবেলা অনলাইনের পোস্ট করা একটি ভিডিওতে একজন নিজেই ২৫টি লাশ বের করার কথা বলেন যা ২১ ঘন্টায় ১০ মিলিয়ন বার দেখা হয়েছে (১), আরেকটি ভিডিওতে একজনকে ৫০ এর বেশি লাশ বের করার দাবি করতে দেখা যায়। (২) এ ধরণের দাবিগুলো অনেকের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করে। আওয়ামীলীগের অফিসিয়াল পেইজগুলো থেকেও ক্রমাগত এ গুজব ছড়ানো হতে থাকে। এমনকি ‘রাত ২টায় অ্যাম্বুলেন্সে লাশ সরানো হচ্ছে’, এমন ভুয়া তথ্যও শেয়ার করা হয় দলটির অফিসিয়াল পেইজ থেকে। (৩) সজীব ওয়াজেদ জয় ‘আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র নিহত হয়েছে’—এমন ভুয়া তথ্যও শেয়ার করেন তাঁর পেইজে। (৪) তবে দেশের কোনো মূলধারার গণমাধ্যমে নিহতের সংখ্যা গোপনের প্রমাণ-ভিত্তিক কোনো সংবাদ পাওয়া যায়নি। মানবজমিন ও বাংলা ট্রিবিউনের অনলাইন সংস্করণে “শিক্ষার্থীরা সন্দেহ করছে” (৫) ও “গুজব ছড়িয়েছে” (৫) বলে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে। কালবেলার অনলাইন সংস্করণে “লাশের সংখ্যা নিয়ে দিনভর আলোচনা” শিরোনামের খবরে নিহতের সংখ্যা কমিয়ে বলার “অভিযোগ উঠেছে” বলা হলেও কারা অভিযোগ তুলেছে, দাবিটির ভিত্তি আছে কিনা তা নিয়ে কিছু লেখা হয়নি (৬)। তবে অভিযোগের প্রত্যুত্তরে সরকারের বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে। একাত্তর টিভিতে “নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে- ডা. সায়েদুর রহমান” শিরোনামে খবর প্রচারিত হয়। তবে ডা. সায়েদুর রহমানের বক্তব্যটি ছিল সিএমএইচে ১৫ জন নাকি ১৬ জনের মৃতদেহ আছে, সে সম্পর্কেচ। বৈশাখী টিভি তাদের ফেসবুক পেইজে “লা*শ গু*মের চাঞ্চল্যকর তথ্য ফাঁ*স করলেন মাইলস্টোনের শিক্ষার্থী-অভিভাবক” ক্যাপশনে কয়েকজনের বক্তব্যের ভিডিও পোস্ট করে। এই পোস্টে কয়েকজন শিক্ষার্থীর তথ্যপ্রমাণহীন দাবিকেই “চাঞ্চল্যকর তথ্য ফাঁস” হিসেবে দেখায় তারা (৭)।

ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করা ছয়জন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেছে বাংলাফ্যাক্ট। তারা কেউই লাশ গোপনের কোনো আলামত দেখেননি বলে জানান। একইসঙ্গে সেখানে লাশ গোপন করা সম্ভব নয় বলেও মত দেন। তাঁরা জানান, চাইলে স্কুল কর্তৃপক্ষ এটা বের করতে পারে। আর যেসময় বিমান বিধ্বস্ত হয় সেসময় অল্প কিছু শিক্ষার্থী স্কুলে ছিল। স্কুল কর্তৃপক্ষের কাছে সকলের তথ্য আছে তাই লাশ গোপন করার বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মাসুদ আলম বাংলাফ্যাক্টকে বলেন, ‘লাশ গোপন করার বিষয়টি মিথ্যা, এটা কোনোভাবে সম্ভব নয়। আমাদের কয়জন শিক্ষার্থী আছেন, কয়জন আহত আছেন, তা সহ আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের তালিকাও আছে। আমাদের সিসিটিভি আছে। আমাদের অনুমতি ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারে না, বেরও হতে পারে না। কন্ট্রোল রুম, মিটিং রুম আছে। সার্বক্ষণিক কাজ করছি, খোঁজ খবর রাখছি।’ তিনি আরো বলেন, ‘কোন হাসপাতালে কতজন, তারও তালিকা আছে। কোনো অভিভাবক কারও খোঁজে আসলে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের কাজ চলছে। তাই লাশ গোপন করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’ Le code promo 1xbet valide s’adresse aussi bien aux débutants qu’aux joueurs expérimentés. Le bonus de 100 % jusqu’à 130 € facilite la découverte des paris en direct, des handicaps et des paris combinés. Du côté du casino, les 150 tours gratuits et le bonus jusqu’à 1 950 € offrent une excellente opportunité d’explorer les nouveautés et les jeux à jackpot.

মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাশ গুম’ সংক্রান্ত যে অভিযোগ ছড়িয়েছে, তা এখনো প্রমাণহীন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পর্যবেক্ষণ, কলেজ কর্তৃপক্ষের তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়—এসব দাবির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবিতে আহত-নিহতদের সঠিক পরিসংখ্যান চেয়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে মাইলস্টোনে একটি কন্ট্রোল রুম স্থাপনের কথা বলা হয়েছে, সংক্রান্ত বিভ্রান্তি নিরসনে কাজ করবে। মাইলস্টোন কর্তৃপক্ষও হতাহত ও নিখোঁজদের তালিকা তৈরির জন্য কমিটি গঠন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে