জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত চাঞ্চল্যকর মহসিন সরকার হত্যা মামলার প্রধান আসামি আরিফ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আরিফ উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
শুক্রবার (৬ মে) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত চাঞ্চল্যকর মহসিন সরকার হত্যা মামলায় আখাউড়া থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নিয়ামুল হুসাই, এসআই আবু ছালেক এবং জেলা পুলিশের এলআইসি শাখার এসআই মোঃ রেজাউল করিম, এসআই মোঃ আমির হামজার সমন্বয়ে গঠিত একটি চৌকস দল চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা সাভার এবং ধামরাই সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অবশেষে যাত্রাবাড়ী থেকে আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান ঈদের আগের দিন ইফতারে পর খলাপাড়া এলাকায় মহসিন সরকারকে ছুরিকাঘাতে খুন করা হয়। হত্যাকান্ডের পর নিহতের পিতা বাদি হয়ে ওইদিন রাতে আরিফ মিয়াকে প্রধান আসামি করে চারজনের নামসহ ৩ জনকে অজ্ঞাত দিয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আাসামি আরিফের বাবা মামলার তিন নাম্বার আসামি আব্দুল আওয়ালকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং শুক্রবার এই মামলার প্রধান আসামি আরিফকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে আখাউড়া থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য,গত সোমবার (২ মে) সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে মহসিন সরকার(৩২)কে খলাপাড়া এলাকায় ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত মহসিন সরকার একজন স্বনামধন্য ব্যবসায়ী ।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














