জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। এখন সব কিছুতেই ফরমালিন। বাজারে ফরমালিন ছাড়া কিছুই পাবেন না। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক সেমিনারে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন এ কথা বলেন।
তিনি আরো বলেন বাজার থেকে শাক-সবজিসহ যা কিছুই আমরা ক্রয় করে করে থাকিনা কেন সব কিছুতেই ফরমালিন থাকতে পারে। এমনকি মুড়ি সাদা করতেও সার ব্যবহার করা হচ্ছে। চাল চিকন করতে মেশিন এবং তা সাদা করতেও ক্যামিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। যে সব খাদ্য নিরাপদ ও পুষ্টিযুক্ত আমাদের কে এমন সব খাদ্য গ্রহণ করতে হবে।একটা সময় আসবে স্বাস্থ্য সম্মত ও ফরমালিন মুক্ত খাদ্যের জন্য শহরের মানুষকে আবার গ্রামে গিয়ে চাষাবাদ শুরু করতে হবে। অথচ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কৃষি জমি ক্রমেই কমে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খানের সভাপতিত্বে সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মোঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহামুদ, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ। সভা সঞ্চলনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা. ফারহানা আক্তার নূর স্বর্না। এছাড়াও উক্ত সেমিনারে স্বাস্থ্যকর্মী,শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























