প্রিতম মজুমদারঃ বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার আয়োজনে বুধবার বিকেলে ম্যাটসের গ্যালারী সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলায় ৩৯ তম বিসিএস (২য় ফেজ) ও ৪২ তম বিসিএস-এ যোগদানকৃত চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ এসএম মুসতানজীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এএফএম আমিনুল হক রতনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন চিকিৎসকরা চিকিৎসা সেবায় নিবেদিত। চিকিৎসকদের উপর কোন অন্যায় আচরণ সহ্য করা হবে না। চিকিৎসকদের কাজে কোন অবহেলা থাকলে আইনের আশ্রয় নিবেন। শক্তি প্রয়োগ করে চিকিৎসক ও প্রতিষ্ঠানের উপর হামলা করা যাবে না। তিনি আরও বলেন, জরুরী বিভাগেও চিকিৎসা দিতে গিয়ে অনেক সময় রোগীদের স্বজনদের কাছে রোষানলের স্বীকার হতে হয়। অথচ ইউএনওর বাড়ী ও কার্যালয় ঘিরে ১১ জন সশস্ত্র আনসার থাকে। অথচ হাসপাতালের জরুরি বিভাগে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাই চিকিৎসক সুরক্ষা নিশ্চিতকরণে আইন করতে হবে।যাতে করে চিকিৎসকরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা দিতে পারে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল, সহসভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, কার্যকরী পরিষদের সদস্য ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দেলদার হোসেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোমেন, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন মোল্লা, ডাঃ লিজা-ডাঃ রতন ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, ডাঃ মনিরুজ্জামান টিপু, ঝিনাইদহ জেলা বিএমএর সভাপতি ডাঃ রেজা সিকান্দার, বিএমএ কুষ্টিয়া ডা: মনিরুজ্জামান টিপু ও ডা: রাজীব মৈত্র।

এসময় বক্তারা নব-যোগদানকৃত ডাক্তারদের অনুরোধ জানিয়ে বলেন, এলাকার রোগীদের যাতে সঠিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় তার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে সেবা প্রদান করতে হবে। ডাক্তারী পেশায় হচ্ছে একটি মানব সেবামূলক বিষয়। এই সেবার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়া যায় এবং নিজের যোগ্যতা প্রমাণ করা যায়।তাই নতুন ডাক্তারদের সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। সততা মানুষের সতিত্ব উল্লেখ করে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের চাকুরী জীবন সবে শুরু হলো। তোমরা যে মহান চিকিৎসা পেশার সাথে জড়িত। তাই সততার সাথে চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানান তিনি।

পরে যোগদানকৃত চিকিৎসকদের মাঝে ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়াও বিএমএ সদস্যফরম তুলে দেন অতিথিবৃন্দ। এরআগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানী ইউনিটের শিক্ষার্থীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে