পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করার সময় বেধে দেয়া হয়েছে। আর তা বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ মিছিলে মুখোশ পরা এবং ভুভুজেলাও নিষিদ্ধ করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি জানান, ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানের স্থলগুলো জনশূন্য করে ফেলবে। শিগগিরই আমরা ৫টার পরে অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এবার পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। যে সব স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে, আয়োজকদের তা বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় চেহারা লুকানো যায় এমন ধরনের মুখোশ পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।
গত বছর পয়লা বৈশাখের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানি করে দুর্বৃত্তরা। সে সময় এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষাপটে এবার পহেলা বৈশাখে এ সিদ্ধান্ত নেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে