অনতিবিলম্বে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্টরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকে এই কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনকারীরা জানান, ১৫ মাস আগে এক হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পরীক্ষা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেয়া হয় মৌখিক পরীক্ষা। কিন্তু এখনো প্রকাশ করা হয়নি ফল। তাই ঝুলে আছে তাদের নিয়োগ প্রক্রিয়া।কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “আমরা অবিলম্বে চূড়ান্ত ফলাফল চাই। লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পর এত দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও নিয়োগের জন্য চূড়ান্ত কেনো ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না, তা আমাদের অজানা।
“আমরা ইতোমধ্যে ডিজি মহোদয় (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) ও পরিচালক প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। স্বাস্থ্য সচিবও বলেছিলেন দ্রুত ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু এখনো সেই ফলাফল আলোর মুখ দেখছে না।”দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর সরকার জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ নেয়। তার ধারাবাহিকতায় গতবছরের ২৯ জুন ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
এ পদে ২৩ হাজার ৫২২ জন চাকরিপ্রার্থী গতবছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষ হয় এ বছর ২২ ফেব্রুয়ারি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
সারা দেশের হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট পদে জনবল সংকট দীর্ঘদিনের। করোনা মহামারিতে এই সমস্যা আরও প্রকট বলেও দাবি আন্দোলনকারীদের। গত বছরের ১৪ মে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














