৩০ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭ টার দিকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে পৌঁছাবে টিকা। বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ আমেরিকার রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে ৬০ লক্ষ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। এরই অংশ হিসেবে আগামী সোমবার আসছে ১০ লাখ ডোজ ভ্যাকসিন। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছানোর কথা রয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট



























