বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার একথা বলেন। কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের ৮’ম বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। তিনি বলেন, গত ১০’সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। তার কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরণ ডেল্টার কথা উল্লেখ করেন।

টেডরস আধানম গেব্রিয়াসিস বলেন, ডেল্টা ধরণ বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগীরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরণ হয়ে উঠবে। তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনও কোন টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। তবে তিনি উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে সীমিত পরিসরে। কোভ্যাক্স এখন পর্যন্ত ১০’কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে