স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১০’দিনের মধ্যে আসছে অক্সফোর্ডের ২৯’লাখ টিকা। আর এ মাসের শেষে মডার্নার ৩০’লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। অক্সফোর্ডের পর দেয়া হচ্ছে ফাইজার, মডার্না ও সিনোফার্মের করোনা টিকা। এর মধ্যে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলায় চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। এদিকে আজ থেকে রাজধানীর ৪১’টি কেন্দ্রে দেয়া হবে মডার্নার টিকা। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। একইসাথে ৪টি মেডিকেল কলেজসহ ৭’কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। তবে ঢাকার কোন কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে না। এসব কেন্দ্রে প্রবাসী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগে যারা নিবন্ধন করেছিলেন তারাও পাচ্ছেন প্রথম ডোজ টিকা।

রাজধানীর অন্য হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে চীনের সিনোফার্ম টিকা। কিন্তু মঙ্গলবার থেকে তা বন্ধ থাকবে। এরকম ৪১টি কেন্দ্রে শুরু হচ্ছে মডার্নার টিকাদান। আগে যারা প্রথম ডোজের টিকার এসএমএস পেয়েছিলেন কিন্তু নিতে পারেননি তারা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তাদেরকে দেয়া হবে কেন্দ্রে সংরক্ষিত কোম্পানির টিকা। এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কর্মসূচি পরিদর্শন শেষে আগামী দেড় মাসে দেশে আরো পৌনে দুই কোটি করোনার টিকা আসবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আগস্ট মাসে ফাইজারের আরো ৬০ লাখ টিকা দেশে আসবে। এছাড়াও একই মাসে চীনের সিনোফার্ম ও অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকার টিকাও পাওয়া যাবে। সরকারের কেনা এবং কোভ্যাক্স এর আওতায় এসব টিকা আসবে বলে জানান জাহিদ মালেক। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে