বাংলাদেশে করোনা সংক্রমণ দিনে দিনে ঊর্ধ্বমুখী হতে থাকায় সরকার করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল এবং বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মাঝখানে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় করোনা চিকিৎসায় নিয়জিত রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি সরকারি হাসপাতালে করোনার চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল।

করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বর্তমানে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি হাসপাতাল গুলতে স্থান সংকুলানের সমস্যা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সরকার এখন করোনা চিকিৎসা বন্ধ রাখা হাসপাতাল গুলোতে আবারও করোনার চিকিৎসা চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক সংবাদ মাধ্যমকে বলেন এ সকল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা শুরু হলে অন্যান্য রোগীদের চিকিৎসা কিছুটা ব্যাহত হবে।

এদিকে, রোববার সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৮০৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯০৪ জনে এবং মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৫,৭১৪ জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ যাবত মোট ৫৩৫,৯৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে