শংকা কেটে যাওয়ায় প্রতিদিনই ভিড় বাড়ছে দেশের টিকাদান কেন্দ্রগুলোতে। টিকা কার্যক্রমের দশমদিনেও কেন্দ্রে এসে আগ্রহ নিয়ে টিকা নিচ্ছে মানুষ। এদিকে, গতকাল মঙ্গলবার করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। এ নিয়ে, মোট টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩’জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিকা নিতে, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২০ লাখেরও বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, টিকার নিবন্ধনের জন্য নির্ধারিত বয়সের সীমা ৪০ বছর থেকে আরো কমিয়ে আনা হবে। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে। এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি। আপাতত ২ হাজার ৪শ জনকে দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














