মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার বিকেলে দুই মাথার এক কন্যা শিশুর জন্ম হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাগুরা সদরের জগদল গ্রামের পলাশ মোল্লার স্ত্রী সোনালি বেগম এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের পিতা পলাশ মোল্লা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা শহরের একটি বেসরকারি হাসাপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক আছে। জন্মের পর শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। পলাশ মোল্লা জানান, আর্থিক সামর্থ্য না থাকায় শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছেন না তিনি। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক জয়ন্ত কুমার কুণ্ডু জানান, সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেখ ইলিয়াস মিথুন
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে