করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার মডার্নার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। এর একদিন আগেই ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের সুপারিশ করে এফডিএ। মডার্নার ২০ কোটি ডোজ কিনবে যুক্তরাষ্ট। আর এখন ৬০ লাখ ভ্যাকসিন সরবরাহের জন্য প্রস্তুত মডার্না।

গত মঙ্গলবার এফডিএ’র বিজ্ঞানীরা মডার্নার ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। ভ্যাকসিন সম্পর্কে এফডিএ’র ৫৪ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, এর ব্যবহারে ‘কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি’ এবং মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল।এফডিএ’র অনুমোদন পেলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লিখিত তথ্যমতে, ৩০ হাজার ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে মডার্নার ভ্যাকসিনের ৯৪.১ শতাংশ কার্যকারিতা পাওয়া গিয়েছে।

ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও দুইবার নেয়া লাগবে। প্রথমবার নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ‘বুস্টার শট’ নিতে হবে। ম্যাসচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন পেলে তারা ব্যাপক মাত্রায় ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।আগামী সপ্তাহের শুরুতেই মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে দেশটিতে। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় এফডিএ। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এরইমধ্যে প্রাণ হারিয়েছে তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত এক কোটি ৭৮ লাখের বেশি।

তথ্যঃ ডিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে