জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাঃ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। এ কার্যক্রমের আওতায় মোট ৫৯ হাজার ৬শ ৯৯ জনকে শিশুকে টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ৫ বছরের কম বয়সী ২৩ হাজার ১শ ৮৭ জনকে এবং পাঁচ বছর থেকে ১০ বছরের কম বয়সী ৩৬ হাজার ৫শ ১২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মোঃ শিরু মিয়া।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে