ঢাকার ভোজন রসিকদের কাছে কুটুমবাড়ি এবং কাবাব নাইট একটি জনপ্রিয় নাম।
সম্প্রতি যাত্রা শুরু করা পান্থপথের কুটুম বাড়িতেই বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলছে কাবাব নাইটের কাবাবি আসর।
বিকেল থেকেই এখানে বসে লোলা কাবাব, কোরা কাবাব, জুজিহ কাবাব, ছিলো কাবাব, কাবাব কোবিডেহসহ রকমারি সুস্বাদু কাবাবের আসর।
বন্ধুদের সাথে আড্ডা কিংবা মধ্যরাতের শখের ভোজনের জন্য সবাইকে নিয়ে চলে আসতে পারেন পান্থপথে কুটুমবাড়ি কাবাব নাইটে।
এছাড়াও সকাল থেকে রাত দশটা পর্যন্ত পাওয়া যাবে কুটুম বাড়ির নিয়মিত আয়োজন ইরানী বিরিয়ানী, ইরানী মোরগ পোলাও ও দিল্লিকা খিচুড়ী ছাড়াও সকাল, দুপুর ও রাতে ভিন্ন ভিন্ন প্যাকেজের খাবার।