ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল (প্রথম পর্ব) শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার আজমপুরে এই কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতির উদ্বোধন করা হয়।
সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনতে ওই পদ্ধতি চালু করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। উত্তরার আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির ২৬১০টি বাস যাত্রী পরিবহন করে। ওই বাসগুলো নিয়েই কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি চালু করা হয়েছে। এখন থেকে এসব বাসে যাতায়াতে আগে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। গোলাপি রঙের এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না; যত্রতত্র বাসে ওঠা-নামাও করা যাবে না। চলতি মাসে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় যাতায়াত করা অন্যান্য রুটের বাসগুলোতেও কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজমপুরে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরির্ক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। তারা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ওই উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ ছাড়া ঢাকায় যানজট সহনীয় পর্যায়ে রাখতে পরিবহন মালিক-শ্রমিকসহ নগরবাসীর সবার সহযোগিতা চান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
নিউজ ডেস্ক








