কয়েক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা কমার ফলে কমেছে আক্রান্তের সংখ্যাও, এতে ভুল বার্তা পাচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানার আগ্রহ হারাচ্ছে অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তাদের।

দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় ২৬ জুন, ১৮ হাজার ৪৯৮টি। এখন ৮২টি ল্যাব কার্যকর থাকলেও ২৫ জুলাই পরীক্ষা নেমে আসে ১০ হাজারের নিচে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা। যদিও শনাক্তের হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যেই আছে।

শনাক্ত কমায় অনেকের মাঝে দেখা দিয়েছে গা ছাড়া ভাব। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতেও বাড়ছে উদাসীনতা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ফি জটিলতা, ফল পাওয়া নিয়ে ভোগান্তির পাশাপাশি বন্যা ও ঈদের কারণে কয়েকদিনে নমুনা পরীক্ষা কমছে। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতিরও সুযোগ নেই বলছেন তারা। বিশেষজ্ঞদের আহ্বান, লক্ষণ দেখা দিলেই করতে হবে পরীক্ষা, পাশাপাশি নিজ উদ্যোগেই নিশ্চিত করতে হবে কোয়ারেন্টাইন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে