আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। না ফেরার দেশে পাড়ি জমালেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম,এমপি।

আজ সোমবার (২৭’শে জুলাই) সকাল ৬টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এমপির বড় মেয়ে ইসরাত সুলতানা। গত ২৩’শে জুলাই শারীরিক সমস্যার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। লিভারে পানি জমা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এঅবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি নওগাঁ- ৬ আসন (রাণীনগর, আত্রাই) থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবং নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে