জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ দ্যা এশিয়ান এইজ পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার আমাদের মাঝে আর নেই। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন নামক এলাকায় একটি দাওয়াতে গিয়ে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউএস বাংলা হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় মৃত্যু বরণ করেছেন। ইউএস বাংলা হাসপাতালে ভর্তি হন গোলাম সারোয়ার ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজশুক্রবার-(২০ ডিসেম্বর)সকাল সাড়ে ১০টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বড় ছেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে তৃত্বীয় শ্রেনীর শিক্ষার্থী ও ছোট ছেলে এখনো স্কুলে ভর্তি হননি। সদা হাস্যজ্বল প্রিয় সারোয়ার ভাইকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম নসিব করুন। আমিন। শুক্রবার সকালে মরদেহ আশুগঞ্জ আনা হবে এবং সকালে সাড়ে ১০টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।জানাযা শেষে তার নিজ বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার আশুগঞ্জ উপজেলার সাংবাদিক সহকর্মী, জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া তার কর্মস্থল ফিরোজ মিয়া সরকারি কলেজ কর্মচারী পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক এবং তার শোক সন্তপ্ত পরিবার যেন তার শোক সইতে পারে,সে তৌফিক দান করুক। তার শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ