গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার র‍্যাপিড টেস্টিং কিট আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বলে অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মলেনে এ অভিযোগ করেন তিনি।

কিট উদ্ভাবনের পরও করোনা পরীক্ষায় এখনও ব্যবহার করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন জাফরুল্লাহ চৌধুরী। বলেন, কিটটির কার্যকারিতা পরীক্ষা চলছে। তবে প্রতিবেদন আসতে দেরি হচ্ছে। তাই রোগীদের কথা চিন্তা করে কিট ব্যবহারের সাময়িক অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সরকারের অনুমতি না পাওয়ায় কোনো প্রতিষ্ঠানে কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ সময় অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিট বাজারজাতের অনুমোদন পাচ্ছেন না তিনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে