বাড়ি বাড়ি গিয়ে আর করোনায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে ৪৫টি বুথ। কাছের বুথে গিয়েই নমুনা দিয়ে আসবেন সন্দেহভাজন ব্যক্তিরা। এমন ব্যবস্থাই নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে চাপ বাড়ছে নমুনা সংগ্রহের। নির্দিষ্ট হাসপাতালে গিয়ে ভুক্তভোগীরা জানাচ্ছেন দুর্ভোগের কথা। নমুনা দেয়ার ঝক্কির পর যোগ হয় ফলাফল নিয়ে দুশ্চিন্তা। যেটি হাতে আসতে আসতে পেরিয়ে যায় সপ্তাহ। এই দীর্ঘসূত্রতার দায় পড়ে আইইডিসিআরের ওপর। কারণ রোগ পরীক্ষার মূল সমন্বয়ের দায়িত্বে ছিলো প্রতিষ্ঠানটি। নমুনার জট কমাতে নেয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। সমন্বয়ের দায়িত্ব থেকে সরানো হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরকে। এখন থেকে এ কাজটি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের কিছু কর্মকর্তা। দায়িত্ব নেয়ার পর পরই নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্তদের নমুনা সংগ্রহের কার্যক্রম থেকেও সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা প্রাথমিকভাবে অন্য ল্যাবরেটরিতে করবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংক্রমণের এমন গুরুত্বপূর্ণ সময়ে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত কেন নেয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, কোনো প্রস্তুতি ছাড়াই নমুনা সংগ্রহ ও ফল দেয়ার দায়িত্ব থেকে আইইডিসিআরকে সরিয়ে আবারো পরিকল্পনাহীনতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে শুরুতে এককভাবেই আইইডিসিআরকে নমুনা সংগ্রহ, পরীক্ষা ও পরীক্ষার ফল প্রকাশের দায়িত্ব দেয়া হয়। তবে এখন থেকে করোনা নিয়ে শুধুই রোগ তাত্ত্বিক গবেষণা করবে প্রতিষ্ঠানটি। আর স্বাস্থ্য অধিদপ্তর কোনো নমুনা পাঠালে তার মান যাচাই করবে আইইডিসিআর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে