মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় নতুন করে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ৫ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজেটিভ ৩ জন। তাদের মধ্যে মাগুরায় নতুন অক্রান্ত ব্যক্তি শালিখা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। গত ২৫ এপ্রিল মসজিদের এক ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেন। সন্দেহ হলে তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। পরদিন তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে আজ একজন মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫জনে দাঁড়ালো ।

বাকি চারজন মাগুরা সদর,শালিখা ও শ্রীপুর উপজেলার। তবে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত এই পাঁচ ব্যক্তিই শারীরিকভাবে সুস্থ আছেন এবং তারা হোম কোয়ারেন্টানে আছেন।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে