নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে প্রথম কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। সুস্থ্য হওয়া ওই করোনা রোগীকে আজ ২৯ এপ্রিল ফুলেল শুভেচ্ছার মাধ্যমে হাসপাতাল থেকে বিদায় জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা: রনজিৎ কুমার বর্মন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে জানা যায়, নারায়নগঞ্জ ফেরত সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের ২৮ বছরের যুবক হাফিজুল ইসিলাম (বিটুল) এর রক্ত পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ফলাফল আসে। এর পর গত ৯ এপ্রিল হতে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। সেখানে দীর্ঘ ২১ দিন থাকার পর আজ ২৯ এপ্রিল সে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বাড়ির লোকজন ছাড়াও তাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিতে আসেন খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী। মৃত্যুকে জয় করা করোনা রোগী হাফিজুল ইসলামকে চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি হাসপাতাল ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। হাসপাতলে কর্মরত চিকিৎসক,নার্স ও কর্মচারিগনও সুস্থ্য হওয়া রোগীকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান। বিদায়কালে উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন।
সুস্থ্য হওয়া রোগীর ব্যাপারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক ডা:আব্দুর রহিম বলেন আইসোলেশনে থাকা ওই রোগীর পরপর দুইবার রক্তের নমুনায় নেগেটিভ ফলাফল আসায় তাকে সুস্থ্য ঘোষনা করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কর্মকর্তা বলেন করোনা আক্রান্ত রোগীর সাথে যাতে মানবিক আচরন করা হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














