নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দিপা (২৫) নামের এক নার্স করোনা ভাইরাসের আক্রান্তের হয়েছেন বলে জানা গেছে। সে উপজেলার খাগড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তবে তিনি তার স্বামীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান জানান ।
নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স দিপা গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বস কষ্টে ভুগছিলেন। এমতাবস্তায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পজেটিভ রিপোর্ট হাতে পান। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা প্রাথমিক ভাবে বিস্তারিত জানাতে পারেননি। সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে তবে ধারনা করা হচ্ছে যে ঢাকা, নারায়নগঞ্জ কিংবা কুমিল্লা থেকে আগত শিশুদের হাসপাতালে এনে টিকা দেওয়ার সময় অথবা কোন করোনা রোগী তথ্য গোপন করে হাসপাতালে ভর্তির ছিল। সেই সব শিশু অথবা রোগীর করোনা আক্রান্ত অভিভাবকদের সংস্পর্শে হয়তো বা তিনি করোনা দ্বারা আক্রান্ত হতে পারেন। নার্সের সংস্পর্শে আসা সহকর্মি, পরিবারের সদস্য ও অন্যান্য ব্যাক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নার্সের আবাসস্থল লকডাইন করা হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে এ পর্যন্ত ৪০৫ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিলো। এরমধ্যে আজ রাত ৮টা পর্যন্ত ২৪১ জনের মধ্যে ফলাফলে এই প্রথম একটি নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকী ২৪০ জনেরই নেগেটিভ।
আব্দুর রউফ পাভেল
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














