বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কভিড পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের কারো মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। আক্রান্তের মোট সংখ্যা আগের মতই ৪৮ জন আছে। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত ৯৬ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজন রয়েছে বলে জানান তিনি। গত ৮ মার্চ দেশে প্রথম কভিড আক্রান্ত হিসেবে তিন জনকে শনাক্ত করা হয়। আর দেশে প্রথম কভিডে মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














