সারিয়াকান্দি পৌরসভার ২০২৬-২০১৭ অর্থ বছরে ১১ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র পৌরসভার ভারপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম, আব্দুল বাছেদ সরদার, কাউন্সিলর রুলিবেগম, শামছুন নাহার পুতুল, শাখি আক্তার রুলি, মিলন প্রামানিক, বদিউদ-জ্জামান, মামুনুর রশিদ, সোহেল রানা, মাফুজার রহমান, খাজা নাজিমুদ্দিন, মুন্টু মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে  ২ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৩৭৫ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।

 

মিষ্টার আলী মিলন
বগুড়া প্রতিনিধি, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে