পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী বছর থেকে নিয়মিত আয়োজন হবে ওশান ডান্স ফেস্টিভাল। বেসরকারি সংগঠন নৃত্যযোগ এ আয়োজনের মূল উদ্যোক্তা। আগামী নভেম্বরে প্রথম আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সহায়তা দিচ্ছে। বুধবার শুরু হয়েছে উৎসবের কাউন্টডাউন।
দেশের পাশাপাশি সারা বিশ্ব থেকে ধ্রপদী নৃত্যশিল্পীরা অংশ নেবেন সমুদ্রতীরের নৃত্যউৎসবে। আগামী বছরের ২২ থেকে ২৫ নভেম্বর বিশ্ব নৃত্য সংস্থার বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কক্সবাজারের বেলাভূমিতে হবে এই উৎসব। এরপর থেকে প্রতিবছর আয়োজিত হবে ওশান ডান্স ফেস্টিভাল। আন্তর্জাতিক এ উৎসবের সব তথ্য জানাতে তৈরি হয়েছে ওয়েবসাইট, অংশগ্রহণে আগ্রহী শিল্পীদের সেখানেই পাঠাতে হবে আবেদনপত্র। মুক্তিযোদ্ধা নৃত্যশিল্পী লুবনা মারিয়াম বলছেন এ উৎসব আধুনিক নৃত্যচিন্তাকে এগিয়ে নিয়ে যাবে।
একই সময়ে কক্সবাজারে বিশ্ব নৃত্য সংস্থার বার্ষিক সাধারণ সভায় থাকবে নানা দেশের নৃত্যপ্রদর্শনী ও নাচ বিষয়ক সেমিনার-সিম্পোজিয়াম। ফলে, আগামী নভেম্বরে কক্সবাজারের বেলাভূমি থাকবে নৃত্যপিয়াসীদের আগ্রহের কেন্দ্রে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ