রাবি প্রতিনিধিঃ ‘একুশ বছর পূর্তির প্রত্যয় করবো রক্তদান, হবে মানবতার জয়’ এই প্রতিপাদ্য কে উপজীব্য করে সারাদেশের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সংলগ্ন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে কেক  কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নুরুল হোসেন।
রাবি শাখা বাঁধনের সভাপতি মেশকাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাইহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবির সাবেক ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, গ্লাস এন্ড সিরামিক্স বিভাগের অধ্যাপক আরিফ হোসেন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি নজরুর ইসলাম তালুকদার, দফতর সম্পাদক প্রশান্ত রায়সহ বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ‘রক্তই হোক একে অন্যের বাঁধন’ প্রতিপাদ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন প্রতিষ্ঠিত হয়। ফলে ২১ শেষ করে ২২ বছরে পা রাখছে সংঘটনটি। তবে ২০০৪ সালের ১৭ এপ্রিল রাবিতে যাত্রা শুরু হয়। এরপর থেকে মুমূর্ষুদের বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সচেতনামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে সংগঠনটি।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে