পাঁচটি বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য রাজশাহী বিভাগে তৃণমূল পর্যায়ের ৪০ জন নারীকে দেয়া হলো ‘জয়িতা সংবর্ধনা’।

আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজের প্রফেসর ডা. কায়সার রহমান মিলনায়তনে তাদের এই সংবর্ধনা দেয়া হয়। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা অধিদফতরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি এবং আকতার জাহান এমপি। রাজশাহীর ভারপ্রাপ্ত কমিশনার মুনির হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেজন্য সরকার দেশের নারীবান্ধব পরিবেশ তৈরি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বিশ্বে একটি মডেল হতে বাংলাদেশ নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ব্যাপক সফলতা অর্জন করেছে।

সফল নারীদের পদবি হলো ‘জয়িতা’। জয়িতা অন্বেষণে বাংলাদেশ হলো একটি সরকারী উদ্যোগ। ২০০৯ সালে সরকার এই উদ্যোগ গ্রহণ করে। সমাজে এটি ব্যাপক প্রভাব ফেলেছে। তৃণমূল পর্যায়ের নারীরা এতে ভাল সাড়া দিচ্ছেন। এটা নারীর ক্ষমতায়নে একটি ইতিবাচক লক্ষণ।
স্ব-স্ব ইউনিয়ন কমিটি পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে মনোনীত করে। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটি তাদের মনোনীত করে। এসবই হয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। ক্যাটাগরিগুলো হলোÑ অর্থনৈতিক সফলতা, শিক্ষা ও কর্মসংস্থান, সফল মা, নির্যাতন প্রতিরোধ ও সমাজ উন্নয়ন।

প্রত্যেক জয়িতাকে দেয়া হয় নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট, স্কার্ফ ও সনদ। অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। সমাপ্ত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে