জঙ্গি-সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীদের নিয়ে ঐক্যফ্রন্টের গণতন্ত্র উদ্ধারের ঘোষণা জাতির সাথে ঠাট্টা-মশকরা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, তাতে যোগ না দেওয়ায় বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনও ভিত্তি নেই । এদের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই সাত দফার মাধ্যমে ভূতের সরকার নাজেল করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনও নির্বাচনি জোট নয়, এটি নির্বাচনি ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষা কবচ।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনও রাজবন্দি নাই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা। মন্ত্রী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফার মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। ড. কামাল হোসেনের নেতৃত্বে এই ঐক্যফ্রন্ট বিএনপি-জামায়াতের অপরাধীদের কারাগার থেকে মুক্ত করে রাজনীতিতে আনতে চায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ