অনাড়ম্বর আয়োজনে ‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’ ও ‘ফেরাউনের গ্রাম’ বইদুটির জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬ তুলে দেয়া হয়েছে দুই বিজয়ী লেখক, খসরু চৌধুরী ও শাকুর মজিদের হাতে। বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে দেয়া হয় সাহিত্যরত্ম সম্মাননা।
২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক দিচ্ছে অর্থমূল্যে দেশের সবচেয়ে বড় সাহিত্যপুরস্কারটি। লেখক নয়, দুটি বইকে নির্বাচন করা হয় পুরস্কারের জন্য। আইএফআইসি ব্যাংক ভবনে অনাড়ম্বর আয়োজনে লেখকদের হাতে তুলে দেয়া হলো পাঁচ লাখ টাকার চেক, স্মারক ও সনদ। এটি ২০১৬ সালের পুরস্কার। জিতেছে খসরু চৌধুরীর সুন্দরবনের বাঘের পিছু পিছু ও শাকুর মজিদের ফেরাউনের গ্রাম। পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।পুরস্কার পাবার প্রতিক্রিয়ার খসরু চৌধুরী শোনান রবিঠাকুরের কবিতা আর শাকুর মজিদ তুলে ধরেন লেখকমহলে এ পুরস্কারের বিশেষত্ব।বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য বর্ষিয়ান কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ‘সাহিত্যরত্ন’ খেতাবে ভূষিত করা হয়।
তিনি পেয়েছেন দশ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক।পরের বছর সাহিত্যরত্ম পুরস্কার পাবেন সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ, অধ্যাপক আনিসুজ্জামান। প্রতিবছর একজনকে সাহিত্যরত্ম খেতাব দেবার ঘোষণা দেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান, সালমান এফ রহমান।আয়োজন আলোকিত করতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা।
ইন্ডিপেনডেন্ট