যোদ্ধা, সাহসী, অনুকরণীয় …নানা বিশ্লেষণ শোভা পাচ্ছে তামিমের নামের পাশে। এক হাতে ব্যাট করে দেশ ও দেশের বাইরে প্রশংসিত হচ্ছেন টাইগার ওপেনার। দলীয় সতীর্থরা তো আছেনই– তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস, পেশোয়ার জালমির সহযোদ্ধারাও। তাঁর এমন কীর্তি তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করবে। দেশের ক্রীড়াঙ্গনেও বেশ সাড়া ফেলেছে তামিম বীরত্ব।

কব্জিতে ব্যথা, বুকে দেশপ্রেম। সিদ্ধান্ত নিতে দেরি করেননি। দলের জন্য বীরত্বের প্রতীক নিয়ে নেমে পড়লেন তামিম। সতীর্থ মুশফিক-আবু হায়দার-নাজমুল শান্ত আবেগী ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন। অধিনায়ক মাশরাফী লিখেছেন, ‘বাঁ হাত ভেঙেছে কিন্তু ডান হাতে তুমি জিতেছো লাখো হৃদয়’। ক্রিকেট বিশ্বেও তোলপাড়। মুম্বাই ইন্ডিয়ানস, পেশোয়ার জালমিও তামিমের বীরত্বের প্রশংসা করেছে। টাইগার ওপেনারকে বলছে ‘এ ট্রু ওয়ারিয়র’। তামিমের সাহসীকতা নতুনদের সাহস যোগাচ্ছে। দেশকে ভালোবেসে সাফল্য পেতে আরও উৎসাহিত করছে।দেশের ক্রীড়াঙ্গনও বুদ হয়ে আছে তামিম কাণ্ডে। ফুটবল, হকি থেকে শুরু করে সবার কাছে তামিম-মাশরাফীরা অনুকরণীয়।

সামনে আফগানিস্তান বাধা। তবে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারিয়ে শেষচার অনেকটা নিশ্চিত করেছে টাইগাররা। টিম স্পিরিট ধরে রেখে বাংলাদেশ ফাইনালে খেলবে বিশ্বাস, সংশ্লিষ্টদের।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে