এশীয় চারুকলার প্রদর্শনীর এবারের অন্যতম আকর্ষণ পারফরমেন্স আর্ট। শিল্পের এই প্রকাশভঙ্গী দর্শকের কাছে পৌঁছে দিতে এবার বড় পরিসরে জায়গা দেয়া হয়েছে এই আর্ট ফর্মকে। দেশে এর প্রসারে প্রাতিষ্ঠানিক শিক্ষা বাড়ানোয় জোর দিলেন শিল্পীরা।

শরীরই শিল্পীর ক্যানভাস। তার ভাব প্রকাশের মাধ্যম। পারফর্মেন্স আর্টের এই আয়োজন এবারের এশীয় চারুকলা প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।শিল্পকলা একাডেমির চিত্রশালায় দেশি ১৬ এবং বিদেশি ১৪ জন শিল্পীর অংশগ্রহণে সরারসরি এই পারফরমেন্স উপভোগ করেন দর্শকরা।শিল্পের এই প্রকাশকে দেশের শিল্পপ্রেমীদের কাছে পরিচিত করাতে এবং জনপ্রিয় করে তুলতেই এবার এই আর্ট ফরমকে গুরুত্ব দেয়া হয়েছে জানালেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।

নব্বুইয়ের দশকে এই শিল্পের চর্চা শরু হলেও এখনও দর্শকের কাছে খুব পরিচিত নয়, তাই এর পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় জোর দিচ্ছেন শিল্পীরা।শিল্পকলায় সেপ্টেম্বর জুড়ে প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে