দেশের অন্যতম শিক্ষা সহযোগিতামূলক সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’। শিখবো, শেখাবো, গড়বো দুর্বার বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশের সব শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে কাজ করছে শিক্ষা সহযোগিতামূলক এ সংগঠনটি । এরই ধারাবাহিকতায় দুর্বার বাংলাদেশ এর উদ্যোগে শুরু হয়েছে ’স্কুল ও মাদ্রাসা উন্নয়ন প্রকল্প’। প্রাথমিক ভাবে ১ সেপ্টেম্বর শনিবার থেকে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের একটি মাদ্রাসায় এর কার্যক্রম শুরু হয়েছে।
‘শিক্ষা সহযোগিতা, শেখা ও শেখানো, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা, সেমিনার, শিক্ষামূলক অনুষ্ঠান ও আর্থিক ও শিক্ষা সহযোগিতা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশের জন্য দক্ষ জনশক্তিতে পরিণত করতে কার্যক্রম পরিচালনা করছে দুর্বার বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দুর্বার বাংলাদেশ এর উদ্যোগে শুরু হচ্ছে ’স্কুল ও মাদ্রাসা উন্নয়ন প্রকল্প’। এই প্রকল্পের অধীনে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক, আধুনিক ও যুগোপযুগি শিক্ষায় শিক্ষিত করা, মেধার বিকাশ গঠনের জন্য তাদেরকে বিজ্ঞান , সমসাময়িক জ্ঞান ও বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে ১ সেপ্টেম্বর শনিবার থেকে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের নুরজাহান দারুল কোরন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০ জন শিক্ষার্থীকে আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী, গনিত বিজ্ঞান ও সমসাময়িক আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১৮ আগষ্ট সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদ হাসান রনি ও ইবি শাখার অর্থ সম্পাদক তাসকিন হাবিব আকাশ মাদ্রাসাটিতে পরিদর্শনে যান এবং সংশ্লিষ্ট সকলের সাথে তাদের প্রকল্প নিয়ে আলোচনা করেন। এসময় তারা মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেন।
পরে তারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ লুৎফুর রহমানের সাথে আলোচনা করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান। শেখ লুৎফুর রহমান প্রকল্পটিকে সাধুবাদ জানিয়ে দুর্বার বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করে মাদ্রাসাটিতে কার্যক্রম পরিচালনা করার জন্য সম্মতি প্রদান করেন।
মাহমুদ হাসান রনি
প্রতিষ্ঠাতা ও সভাপতি
দুর্বার বাংলাদেশ