প্যারিস থেকে তাহসিন হাসান: ফ্রান্সে প্রবাসী জীবন সাধারণত ব্যস্ততা ও একঘেয়েমীর মধ্য দিয়েই কাটে। কর্মব্যস্ত দিন শেষে নিজেদের মধ্যে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করার সুযোগ খুবই সীমিত। সেই একঘেয়েমী কাটাতে সম্প্রতি দোহার নবাবগঞ্জের প্রবাসীরা আয়োজন করেন এক ভিন্নধর্মী সমুদ্র ভ্রমণ।বিভিন্ন বয়সী প্রবাসী পরিবার ও তরুণদের অংশগ্রহণে দিনভর সমুদ্র ভ্রমণটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। ভ্রমণ জুড়ে ছিল হাসি-আনন্দ ও মিলনমেলার আমেজ। আয়োজনকে ঘিরে চলে নানা খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম।
শিশুদের জন্য হাড়ি ভাঙা, সট গোল রাফেল ড্র এবং মহিলাদের বালিশ খেলা ছিল বিশেষ আকর্ষণ। এ ছাড়া সাঁতার, ফুটবলসহ নানা খেলায় প্রবাসীরা মেতে ওঠেন।অংশগ্রহণকারীরা জানান, প্রবাস জীবনের একঘেয়েমী ভাঙতে এ ধরনের আয়োজন তাদের ভীষণ স্বস্তি দিয়েছে।
এতে প্রবাসে থেকেও পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। অনেকের মতে, নিয়মিত এমন আয়োজন প্রবাসীদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীরা শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকুক তা নয়, বরং আনন্দ-আড্ডায় সময় কাটিয়ে মানসিক প্রশান্তি লাভ করুক এটাই তাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কামাল হোসেন, উপদেষ্টা তাইবুর রহমান মুন্সী, সভাপতি আরিফ হাসান, সিনিয়র সহ-সভাপতি লিটন মাঝি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাঠান, কোষাধ্যক্ষ রাজিব আহসান, দপ্তর সম্পাদক শেখ ইস্রাফিল বোরী এবং প্রচার সম্পাদক জসিমউদ্দিন বেপারী।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি স্বপন সফিক, উপদেষ্টা আমিন রহমান মামুন, মহিউদ্দিন আহমদ, রুবার রহমান, শেখ বাবু, আবুল কালাম, মাসুম সারোয়ার বার, লিংকন হোসাইন, যাহাদাত সিকদার, অলি তালুকদার ওয়ালিদ, আবির হোসেন, কাজী রাখেল, রনি খান, শেখ মনিরুজ্জামান, নির উওয়ান, আতি মিয়া, মসিউর রহমান রেজভী, মোস্তাক আহমেদ, সাদ্দাম হোসেন, সবুজ রাজ, রাকিব, ওয়াসিংটন, আবুল বাশার, হোসাইন মিজানুর, বাইদুল ইসলাম, রেজাউল করিম, জামেনুর ইসলাম খান যোগর, ওমর বেপারী, মিন্টু খান, কায়েশ মৌল্লা, প্রদীপ সিকদার, সায়েদ সিকদার ও মনির খানসহ আরও অনেকে।দিনব্যাপী এ আয়োজনে সমুদ্রের নীল জলরাশিতে ছুটোছুটি, বালিতে শৈশবের দুষ্টুমি, প্রিয়জনের সঙ্গে সেলফি তোলা এবং দেশীয় খাবার উপভোগ প্রবাসীদের এক স্মরণীয় অভিজ্ঞতা এনে দেয়।



























