ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার এলিট কনভেনশন হল রাজউক হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবন, গুলশান-তেজগাঁও লিংক রোড, এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোয়াব নির্বাচন বোর্ড ২০২৫-২০২৭ এর চেয়ারম্যান মোহাম্মন আক্তার হোসেন জানান ৩৩ পদের বিপরীতে সর্বমোট ৩৮ জন লড়বেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯.০০ থেকে বিকেল ৫.০০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলবে।
কোয়াব সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আল চঞ্চল জানান, সুষ্ঠুভাবে নির্বাচন নির্বাচনের জন্য ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তারিখঃ বৃহস্পতিবার ২৪, জুলাই ২০২৫ইং
স্থানঃ “এলিট কনভেনশন হল”
রাজউক হাতিরঝিল ম্যানেজমেন্ট তবন, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮।
সময়ঃ ভোট গ্রহন সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত। (একটানা ভোট গ্রহনের পর ভোট গণনা ও ফলাফল ঘোষনা করা হবে।




























