ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার বিকেল থেকে বাড়তি ভিড়ের আশঙ্কায় মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম বাড়বে। যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশনে অতিরিক্ত চাপ সামাল দিতে আজকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হচ্ছে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তটি সাময়িক এবং শুধুমাত্র আজকের দিন পর্যন্ত প্রযোজ্য। অন্য স্টেশনগুলোতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। ঢাবি এলাকায় যখনই বড় কোনো জনসমাগম হয়, তখনই এই মেট্রোস্টেশনে নিরাপত্তাজনিত কারণে ট্রেন থামানো বন্ধ রাখে কর্তৃপক্ষ। অতীতে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেন অন্য স্টেশনগুলোর যাত্রী পরিবহন ব্যাহত না হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। মেট্রোরেল যাত্রীদের বিকল্প পরিকল্পনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এবং যেকোনো প্রয়োজনে তাদের হেল্পলাইন ও সামাজিক মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।



























