নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২ মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ শেষ হওয়ার কথা ছিল। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের জন্য পূর্বঘোষিত শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

সময়সীমা বাড়ানোর কারণ প্রসঙ্গে ইসি সচিব জানান, এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দল সময়সীমা বৃদ্ধির আবেদন করেছে। কেউ ২ মাস, কেউ ৬ মাস সময় চেয়েছে। এসব বিবেচনায় নিয়ে কমিশন সময়সীমা ২ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

ইসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আজ বিকেল পর্যন্ত নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ৬৫টি দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য আরও ৪৬টি দল আবেদন জমা দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ থেকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে