বর্ণাঢ্য আয়োজনে ও দেশীয় সংস্কৃতির আবহে প্যারিসে অনুষ্ঠিত হলো দেশি ফ্যাশনের বসন্ত উৎসব স্থানীয় একটি হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিরা গান, নৃত্য ও বসন্তের আড্ডায় মেতে ওঠেন।
কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটুখানি আনন্দের পরশ পেতে গাঁদা ফুলের খোঁপা আর বাসন্তী রঙের শাড়িতে সেজে আসেন নারীরা, আর পুরুষরাও হাজির হন পাঞ্জাবি পরে। উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বসন্তের আমেজে ভরপুর গান ও নৃত্য। জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর “আহা আজি এ বসন্তে…” গানটি দর্শকদের মুগ্ধ করে তোলে। মিষ্টি বিশ্বাসের কণ্ঠে “বসন্ত বাতাসে সই গো” গানটি যেন বসন্তের দোলা দিয়ে যায় উপস্থিত দর্শকদের। নৃত্য পরিবেশনার পাশাপাশি উৎসবে ছিল ফ্যাশন শো, যেখানে দেশীয় পোশাকের নান্দনিকতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দেশি ফ্যাশনের স্বত্বাধিকারী রোমানা মনসুর বলেন, “আমার জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে, তবে এই কঠিন সময়ে আপনাদের সহযোগিতা ও উৎসাহ আমাকে সাহস জুগিয়েছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “দেশি ফ্যাশনকে আরও এগিয়ে নিতে চাই এবং অন্যান্য নারীদেরও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দিতে চাই।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ও “আমাদের কথা” পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম। তিনি বলেন, “রোমানা মনসুর একজন দৃঢ়প্রতিজ্ঞ নারী, যিনি নানা প্রতিকূলতার মধ্যেও দেশি ফ্যাশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজের পাশাপাশি তিনি বাড়তি আয় করে পরিবার ও দেশের প্রিয়জনদের সহায়তা করছেন, যা অন্য নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক।”
উৎসবে আরও উপস্থিত ছিলেন “আমাদের কথা” পত্রিকার সম্পাদক লুৎফুর রহমান বাবু, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, আইছা প্রো’র পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, বাংলা অটো ইকোল’র পরিচালক হোসেন সালাম রহমান, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরুখ, পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাজাহান রহমান শাজাহান, সাধারণ সম্পাদক মিজান সরকার, বিশিষ্ট মানবাধিকার কর্মী মাসুদ হায়দার, ব্যবসায়ী বরকাতুল্লাহ, এস এ ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, বরিশাল বিভাগীয় কমিউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (BCF) সভাপতি এম. ডি নূরসহ আরও অনেকে।
উৎসবে দেশি ফ্যাশনের নিজস্ব স্টল ছিল, যেখানে দর্শনার্থীরা ডিসকাউন্ট মূল্যে দেশীয় পোশাক ও অলংকার সংগ্রহ করেন। পাশাপাশি ছিল বাহারি পিঠার স্টল, যেখানে ভাপা, পাটিসাপ্টা, পুলি পিঠাসহ নানা ধরনের সুস্বাদু পিঠার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই বসন্ত উৎসব প্রবাসী বাংলাদেশিদের মনে আনন্দ ও উচ্ছ্বাসের ছোঁয়া এনে দেয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্যারিস নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ


























