সিনান আহমেদ শুভঃ গত আগষ্ট মাসের ৫ তারিখ। সেদিন কিন্তু ইতিহাস বদল হয়েছে মাত্র, ভাগ্য কিন্তু এখনো বদল হয় নাই, বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার ওয়ান ইলেভেনের যে ষড়যন্ত্র তা এখনো অব্যাহত আছে। বিএনপিকে যাতে ক্ষমতায় আসতে না দেওয়া হয় সে সমস্ত আয়োজন কিন্তু এখনো চলমান আছে। দেশি-বিদেশী কোনো ষড়যন্ত্রই কিন্তু বন্ধ হয় নাই। তাই এখনো অনেকেই বলে আসছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এতো মানুষ জীবন দিল, এতো লক্ষ লক্ষ মামলা, এতো মানুষ পঙ্গু হলো, এতো মানুষ দেশান্তরি হলো, সেটা কি তোমাদের অনির্বাচিতদের ক্ষমতায় রাখবার জন্যে? মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, তাই বলছি আবার আমাদের মাঠে নামতে বাধ্য কইরেন না। আমরা কিন্তু ট্রেনিং জমা দেই নাই, আমরা হাসিনার রক্তচক্ষুকেও ভয় পাই নাই, তাকেও পরোয়া করি নাই, বেচে আছি এটা আল্লাহর রহমত, সুতরাং আপনাদেরকে ভয় করবো সে চিন্তা কিন্তু কইরেন না। ভালোয় ভালোয় বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই। তবে বলে যেতে চাই, কোনো রাতের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না। বাংলাদেশের মেহনতি মানুষ যদি ভালোবেসে আমাদের ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় যাবো। তারা যদি না দেয়, তাহলে আমরা সেটাই মেনে নেবো৷ কিন্তু মানুষের গণরায় নিয়ে, মানুষের ভোটের অধিকার নিয়ে আবার যদি আপনারা তালবাহানা করেন, তাহলে কিন্তু আমরা আবার মাঠে নামতে বাধ্য হবো।

জেলা কৃষকদলের আহবায়ক মো. আয়ুবুর রহমান আয়ুবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি কর্নেল (অব.) এস.এম ফয়সাল, অ্যাড. আসলাম মিয়া, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান সেলিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসান মিয়া প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী। এসময় সংগঠনটির অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে